Friday 25 November 2016

ফেস্টিভ্যাল

ফেস্টিভ্যাল
ইমেল নাঈম

রাজনৈতিক গ্যাঁড়াকলে কখন জানি পুড়ে যায় গ্রাম
সনাতনকে সংখ্যালঘু আবরণে সাজালাম কার ইশারায়!
এরই মাঝে কোথাথেকে ভেসে আসে অশুভ কোরাস?
চেয়ে দেখি ইশারায় পুড়ে যাওয়া আদিবাসী জনপদ,
আগুনের উত্তাপে গৃহহীন কিছু মানুষের সুপার মুন

রাত বাড়লে শহুরে নব্য কোরাসটি তীব্র হয়ে ওঠে, চোখ
মেলে দেখি ফোক ফেস্টিভাল আর পূর্ণিমা স্নানে ব্যস্ত
ভাবতে থাকি, মানচিত্রের একই পাশে দু'দল লোক
ভিন্ন জায়গায় রাত কাটায় আকাশের নিচে একই সাথে
উভয়ই অনুভব করে সঙ্গীত, বাস্তুহারা কিংবা আগুনের

অন্যকোনো ভূগোলেও ঠিক মানবতার মৃত্যু হয়, এরমাঝে
সারি সারি নৌকো ভাসে উদ্দেশ্যহীন পথে প্রান্তরে, বাঁচার
তাগিদে ছাড়ে মাটির মায়া, আগত ধ্রুপদীসঙ্গীত উৎসবে
আমরা ভুলে যাবো প্রতিবাদের ভাষার সকল বর্ণমালা।

কারা যেনো যায় ফোক ফেস্টিভ্যালে, থাকে সারারাত
আবার কারা যেনো গায় ধ্রুপদী গান মৃত্যু উপত্যকায়...
শ্রোতাও আছে রাতভোর, অলক্ষ্যেই ঝরে বাস্তুহারা অশ্রু।

No comments:

Post a Comment