Thursday 24 November 2016

পাখির নোঙ্গর

পাখির নোঙ্গর
— ইমেল নাঈম

আকাশ ডাকে। মুক্ত বিহঙ্গ অবেলায় ভাসায় নিজেকে।
দলছুট হয়ে পড়েছে, কখন যে ভুল করে ঢুকে গেছে
এই পথে ঘুণাক্ষরে জানতেও পারে নি, মোহাচ্ছন্ন
ছোটাছুটি শেষে, অদেখা প্রণয় লিখেছিলো ভুল ইমনে

ওড়ার পরে অবশিষ্ট থাকে অনুরাগ, অভিমান জমে
অদেখা যে ছায়ার উপরে কোথাও তার চিহ্ন নেই।
থেমে যাওয়ার গল্প শোনার অপেক্ষায় থাকে, কল্পনা
বিলাসিতা ঠিক এভাবে ছড়াতে থাকে। ক্ষতবিক্ষত
দেহ আর মনের অদ্ভুত মিশ্রণে জন্ম নেয় সালসার

ধ্রুপদী পটু নৃত্যশিল্পীও মুদ্রা ভুল করে চুপচাপ দাঁড়িয়ে,
কারণ অব্যাখ্যাত থাকে দর্শক ভাবতে থাকে
সক্রেটিসের চোখে অবিশ্বাস, বিস্ময়কর প্রশ্ন নিয়ে
হয়তো পাখিটিও নতুন কোনো আশ্রয় খুঁজে নিয়েছে
প্রকৃতি জুটিয়ে দিলো নতুন সব সাঙ্গপাঙ্গ চারপাশে।
নিয়ম বাধা সকাল সন্ধ্যা উড়তেও শুরু করে দিয়েছে

পাখিটি এখনো স্বপ্ন দেখে আবার সঙ্গীহীন হবার,
অদেখা ছায়াটাও দৃশ্যমান হয়ে সামনে আসার
স্বপ্নে ওড়ার সময়ে চোখ আর কান জাগ্রত রেখে
খুঁজে যায় নোঙ্গর নতুন ছত্রিশ ব্যঞ্জনমাত্রার পূর্ণরাগ।

No comments:

Post a Comment