Saturday 9 June 2018

প্রতারকের প্রতি

প্রতারকের প্রতি...
ইমেল নাঈম

প্রতারক মন তুমি কোন দেশে বাঁধো ঘর?
সামনে সারিবদ্ধ মৃত্যুর হাতছানি,
তার পিছু ঠিকই তাড়া করে ফিরছে আততায়ী

বৃষ্টিতে ভিজে গেছে গ্রামের পথ, রাস্তার দুপাশে
সারিবদ্ধ লজ্জাবতী ফুল। পথ খোলা নেই,
এভাবেই এগোতে হবে বাবেল মান্দেবের দিকে।

খেলাঘরে ছড়ানো ছিটানো রক্তের দাগ, মুছেছে
আত্মীয়তার বন্ধন। ফাঁক গলে অবিশ্বাসটুকু
মাথাচাড়া দিয়ে ওঠে বিমূর্ত মুহূর্তের শিখরে

অন্ধ দারোয়ানেরও কান সজাগ, নগর ফটকে
প্রহরায় রেখে দেয় প্রেমিক প্রেমিকাদের...
বিনিময়ে দেয়ালে ঝুলে প্রতারিত হবার মন্ত্র

প্রাচীর টপকানো একটা মোহ থাকে, বাদামী রঙের
দুঃস্বপ্ন তাড়া করে ফেরা ইনসোমনিয়াক চোখ
নির্বাক ঘর্মাক্ত অনুভূতির অনুবাদ করে কিংবা
ঠাণ্ডাজল, কাঁপাকাঁপা হাতে স্টিলের গ্লাসে লিখেছে
প্রতারক মনের সালতামামী, অতৃপ্তির হিস্যা।

বেদুইন মনে এরবেশি কোনো অনুভূতি নেই
যেটুকু লুকোনো তাও মুছেছে অনাবাদী বৃষ্টিতে...

(বাবেল মান্দেব আরবি শব্দ, এর অর্থ হলো মৃত্যুর দরজা)

No comments:

Post a Comment