Wednesday 15 February 2017

সমুদ্র ভ্রমণ

সমুদ্র ভ্রমণ
— ইমেল নাঈম

ফাঁক গলে মিলিয়ে যায় এক চিলতে দুপুর। অর্কেস্ট্রা তোমায় কে বাজায়? ভাত ঘুমের তন্দ্রা কাটিয়ে উঠতে পারিনি এখনো। যদিও মোলায়েম কিছু সুর কানকে জানিয়ে যাচ্ছে শুভ বিকেল। হাতঘড়িটিও অবশ, সেকেন্ডের কাটা আটকে গেছে দৃশ্যমান অদৃশ্য কোনো চিত্রপটে। কল্পনায় আঁকা সন্ধ্যা, চাইলেই উড়িয়ে দিতে পারি গাংচিল।

সন্ধ্যার বুকেও খেলে ফেলা যায় লুকোচুরি। নিজের কাছ থেকে লুকোতে লুকোতে চলে যাই সঙ্গীতের কাছে। সঙ্গীত —  তুমি আমায় আর মোহিত করো না। আবিষ্ট করো না ভুল মানুষকে, ঠিক এইভাবে ইন্দ্রজালে বেঁধো না আর। অন্ধকার ভয় পাই। জানি না, সন্ধ্যার পরের গল্পের সম্মোহনীয় গোপনতা।  পেরিয়ে যাওয়া যায় সিঁড়ি ধরে অনেক পথ। যাবার সময় কেইবা সাজিয়ে রেখেছিলো এই পথ বেলি আর পলাশে।

আমি তো চিনিনা নিজেকেই। কী করে তোমায় চিনবো! অদৃশ্য গল্পের পথে কেনো আঁকছো বৃত্ত। আমি হাটতে হাটতে পেরিয়ে যাচ্ছি উঠোন। গন্তব্যের ইতিটুকু জানি না। অথচ, চলে যেতেই হবে দূর। যেতে যেতে একদিন সমুদ্রের সামনে এসে দাঁড়াবো, আর বুঝে নিবো সঙ্গীতের সকল আয়োজন।

প্রকাশ কালঃ ৩ ফাল্গুন ১৪২৩

No comments:

Post a Comment