Monday 6 February 2017

বখাটে স্পন্দনকে

বখাটে স্পন্দনকে
— ইমেল নাঈম

বখাটে স্পন্দনে মুছে গেছে গল্পকথা
রেখে যাওয়া শ্রান্ত চোখের ঘুমন্ত সুর
থামো... তুমি অন্তত এবার থামো

অবেলায় এভাবে জর্জরিত করো না
অবহেলায়
    অনাদরে
        আঘাতে
আহত করার কোনো মানে নেই।

স্লেটে লেখা শিরোনাম মুছে দিয়েছে
এখানে কোনো চিহ্ন জমা নেই
আর চলতে ফিরতে পেরিয়ে গেছি
অসময়ের বিউগল... ক্রমশ ছুটছি...

ক্যানেস্তারার সুর বাজছে কই?
আমাকে গ্রহণ করো প্রকৃতি
মিশে গেছি ধুলোর আবরণে
আছি জলের কণার নীলাভ সবুজে
আঘাতে তুচ্ছ প্রাণের কী এমন ক্ষতি

বলছি বখাটে স্পন্দন থামো এবার
অতটা আঘাত নিয়ে পেরোতে শিখি নি
ঐকতানে সুর নেই, শ্রান্ত বাতাসে
উড়ে বেড়ায় প্রকাশিত ব্যর্থ প্রণয়।

No comments:

Post a Comment