Sunday 19 February 2017

হিসাব নিকাশ


ভেসে আসে। যেটুকু আসার নয়, তাও নিয়েছে মুঠো ভরে।
প্রাপ্তির খাতা জুড়ে আঁকছো বিষণ্ণতা, উড়ুক্কু সাময়ের
হাতেখড়ি, স্পর্শদের মুছে দিয়েছে সময়। আযান থামে।
সূর্য হেলে গেছে পশ্চিমে, চাঁদ ব্যস্ত নিঃসঙ্গতার বিজ্ঞাপনে।

দৃশ্যমান নয় তবুও নীড়ে ফিরে পাখিদল — পথের শেষ দৃশ্য
আঁকছেন কোনো কবি — অবেলায়, লিখছেন কেবল শূন্যতা
প্রশ্ন করো না, কিছু প্রশ্নের উত্তর অজস্র বিস্ময়ের জন্মদাতা
আহত হলে ঢেকে রাখো চোখ, লুকোতে শেখো আবরণে
সান্ত্বনা দাও — কী হবে ইজেলে মিথ্যে রঙ তুলীর সমাবেশে

প্রান্তিক জীবনের এক মুঠো প্রলাপ — তাকে মুছে ফেলো
প্রয়োজনে শিখে নাও পুতুল নাচের সকল আয়োজন।
অবসাদের তর্জমায় নেমে আসতে পারে বিস্ময়কর রাত
ব্রাত্যদের জিপসি হলে মানায়, পেরিয়ে যেতে পারো দূরে

অদ্ভুত সাজে সজ্জিত রাত, ফুরোবার নয় ঘড়ির অস্থিরতা
নির্ঘুম রাত, নির্মোহ নয় একদম, প্রাপ্তির অংক শিখায়
যদিও ভুল অংকেই মিলিয়ে দিচ্ছি জীবনের হিসাব নিকাশ

No comments:

Post a Comment