Saturday 4 February 2017

wrong - সঙ কবিতা

wrong - সঙ কবিতা
ইমেল নাঈম


আপনি বই লিখুন, নাম দিন ঢেকে রাখো প্রকাশিত শূন্যস্থান
গোপন আশীর্বাদে ঠিকই জুটে যাবে সাহিত্য পুরস্কার

বিক্রি বাট্টা নিয়ে ভাববেন না, ওসব আমার মতো
ছায়াহীনরা ভাবে, আপনি লিখুন কতটুকু ঢেকে রাখবো
কতটুকু প্রকাশ করতে হবে। হাসা যাবে তো প্রকাশ্যে?
নাকি নাক মুখ খিঁচে ধৈর্য পরীক্ষায় বসতে হবে,
আমি স্বরগ্রাম বুঝি না, গান-ফান শিখি নি। আড্ডায় স্বর
বেড়ে চলে যায় দশে, এরপর শতে, শত পেরিয়ে হাজারে।

আপনি ঠিক করে দিন, পোশাকের রকমফের
কোন বয়সে কী রকমের পোশাক চলবে, প্রসাধনীর
খবরাখবরও দিয়ে রাখতে পারেন বইয়ের ভাজে
আপনার ফ্যাশন দুস্তর প্রতিভাটা এতদিন কীভাবে
লুকিয়ে রেখেছিলেন। আসলে আপনি পারেনও বটে!

উৎসর্গ পাতায় লিখবেন নবীন, প্রবীণ, সমসাময়িক,
পাতি, খুচরো সব কবির জন্যই এই বই প্রযোজ্য।
কোড অব কন্ডাক্টের উপর আর কেউ লিখে নি আগে

নেক হলো এবার আপনি কবিতা লিখা বাদ দিন,
বরং অন্যকে এথিকস শেখান, নিজের কদ্দুর জানেন
তা মূখ্য বিষয় নয়। বই হোক অন্যের পোশাকআশাক,
আচার ব্যবহারের উপর। কে জানে আরেকটা সাহিত্য
পুরস্কার আপনার জন্য অপেক্ষারত এই উছিলায়...

(বিঃদ্রঃ বিভাস রায় চৌধুরী কবি শ্বেতা চক্রবর্তীর পোশাক নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ এই কবিতাটা।)

No comments:

Post a Comment