Monday 27 February 2017

অপেক্ষা

অপেক্ষা 
ইমেল নাঈম

শুরুটা একই রকম মনে হয়। কারণ নেই তবুও খুঁতখুঁতে চোখে তাকিয়ে থাকি। উদ্দেশ্য বিধেয় কোনো কিছুই আমাকে আর তাড়া করছে না। তবে পালিয়ে বেড়াচ্ছি কার থেকে? পথ জানা নেই অথচ পথিক। দৃষ্টির ফাঁক গলে এড়িয়ে গেছে গত সময়ের খোয়াবনামা। জানি না তাই জোর নেই কোনো। হাপিত্যেশ নেই, হতাশা অনেক। রয়ে সয়ে যাওয়া কিছু গল্পের ভাঁজে রেখে দিয়েছি অপূর্ণ কিছু উপলব্ধি। 

সকাল পেরোলে পাতাবাহারের কোনো আবেদন থাকে না। পিচ ঢালা পথ একচ্ছটা মরীচিকার জন্ম দেয় আলোর বিচ্ছুরণে। বারবার পথ ভুলে ঢুকে পড়ি সেই কক্ষপথে। বেরোবার পথ জানা নেই। আলোর দিকে ছুটতে গিয়ে ঢুকে গেছি চোরাবালিতে। মোহ! সেতো গিলে খাচ্ছে আমাকে রাত দিন। অলিক কল্পনায় ভাসিয়ে দিচ্ছি ডিঙ্গি। মাছরাঙার মতো দাঁড়িয়ে থাকি পানির মাঝে।

রাত বাড়লে চাঁদের প্রতিবিম্ব এসে ছড়িয়ে দেয় আলো। নীলাভ আলোয় আমি লীন হই। গুণগুণ করে গান গাইতে থাকি। ক্রমশ ভুলে যেতে থাকি অপ্রাপ্তি আর হতাশাগুলোকে। প্রার্থনা করি রাত দীর্ঘায়ত হোক। আর কাল সকালে ঝুল বারান্দায় অপ্রত্যাশিতভাবেই যেনো নয়নতারা ফুটুক।

কখনো মাছরাঙার চোখে, কখনো পিচ ঢালা পথের গোলকধাঁধা বুকে নিয়ে আমি কতকাল এমন সকালের অপেক্ষায় তাকিয়ে আছি। 

No comments:

Post a Comment