Sunday 11 March 2018

বড়োমানুষদের প্রতি ভালবাসা

বড়োমানুষদের প্রতি ভালবাসা
ইমেল নাঈম

আপনার সাথে আমার কখনো দেখা হয়নি। মুখবইয়ের প্রচারণায় কোনো ছবিও নেই। হুজুগের বিস্ফোরণ হিসেবে কোনো সেলফিও নেই। আপনাকে অনেক ভালবাসি। গোপনে মনের ঘরে বিমূর্ত অবস্থান আপনার। ভাষায় প্রকাশিত – বিনম্র কিছু শিহরণ।

আপনি আপনার থেকে দূরেই থাকতে চাই। আপনি ঈশ্বর হতে পারেন কবিতা আর গল্পের সীমারেখায়। কবিতাযাপনে আপনি হাঁটতে পারেন যাদুপরাবাস্তবতায়, হাঁটাতেও পারেন। শব্দশৈলীতে আপনি গড়ে তুলেছেন অনন্য স্থান। হিমালয় ভ্রমণও নস্যি আপনার গদ্যের সাবলীলতার কাছে।

আপনার সাথে আমার অজস্র মুহূর্ত আছে। কখনও প্রকাশ করিনা সেগুলো। আপনার এসব জানবার কথাও নয়। বস্তুত আমাদের দেখাই হয়নি আজও। কখনোই হবেনা হয়তো।

এই কথাগুলো শুনে ভাবনায় পড়ে যেতেও পারেন। লেখা পড়ে ভাবতে পারেন, কেন এই দূরত্বযাপন। উত্তরটাও দিয়ে দিই, শিল্প জগতে বড়দের থেকে দূরে থাকতে হয়। কাছে গেলে ভেঙে পড়ে আয়নার ইমেজ, ভাবমূর্তি।

পুরো গল্পে একবারও খেয়াল করলেন না এখানে অজস্র আপনির সৃষ্টিকে নিয়ে নীরবে খেলে যাচ্ছে একটা আমি। এটুকুই সারাজীববের প্রাপ্তির খাতায় লিখে রাখুন প্রিয়।

No comments:

Post a Comment