Saturday 31 March 2018

হিসেব-নিকেশ

হিসেব-নিকেশ
ইমেল নাঈম

পেরিয়ে যাচ্ছি আদিকালের নির্যাস, বিবর্ণ পৃথিবীর ঋণ…
অবান্তর প্রশ্নবাণ, আহত করে যায় প্রান্তিক অবয়বে,
নিজেকে আবিষ্কারের নেশায় মুখে বেঁধেছি মুখোশ
মূর্ছনা সঙ্গীতও ফিকে হতে হতে মিশে যায় ধুলোতে

কোথায় লিখেছ ভাগ্যলিখন? কেইবা খেলছে লুকোচুরি?
প্রশ্নবোধকেরা নিরন্তর ঘুরে যায় তাদের আদিম কক্ষপথ
মুখের মলিনতা মুছে যায় নিরুদ্দেশে, প্রান্তিক অভিমান
চেপে রেখেছি শুকনো বইয়ের জীর্ণশীর্ণ মলাটের ভাজে

বিষুবরেখার উষ্ণতায় বাজে বনেদী পাখির নিঃসঙ্গতা
হাতের রেখার দাগ মুছে যায়, করতলজুড়ে অনাদর।
আগুনের হল্কার মত বাড়ন্ত ডবকা শরীরের তেজটি
চোখে লাগে প্রচণ্ড – লোডশেডিংয়ের কল্যাণে শুধুই
নির্বাক জীবনের খেলাঘর। মায়া জন্মানো অভিমান।

অভিনয় জীবন কেবলই সুসজ্জিত চিত্রনাট্যের মহড়া...
রোজকার আয়োজনে বুভুক্ষা আর হাহাকার থাকে
বাকিটুকুন চলনশীল, কাজটুকু সারলেই গোরস্থানে
এসে থেমে যায়, শুরু হয় প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব।

No comments:

Post a Comment