Wednesday 28 March 2018

জানালা

জানালা
ইমেল নাঈম

জানালার ও'পাশটায় কেবলই অন্ধকার
নিঃসীমতার সঙ্গীত আর মনোরঞ্জনের শেষে
ফিরে গেছে যে যার ঘরে, বিমূর্ত প্রলোভন
আজও টোকা দেয় শূন্যতায়

তুমি খিল এঁটে রাখো, শোবার আগে
দেখে নিও সব ঠিকঠাক লাগিয়েছ তো,

তারাদের নক্ষত্রপথে শুধুই নিঃসঙ্গতা
আমি আকাশের শূন্যতা মাপতে বসেছি
হয়তো রঙপেন্সিল, খড়িমাটির বিন্যাসের
সহবস্থানটুকুই আঁকছ

খুলে ফেলেছি অর্গল, যাদু বাস্তবতার
মূর্ছনায় জমেছে ঘাম ক'ফোটা...
অবাঞ্ছিত অনুভব ফেরি করার সময়
ভুল করে টোকা দিতে পারি তোমার ঘরে
খিল এঁটে রাখো, পথ রুদ্ধ থাকুক

নচেৎ, জানালার অন্যপাশেও নামবে
ঘুটঘুটে অন্ধকার

No comments:

Post a Comment