Saturday 17 March 2018

রোজনামচা

রোজনামচা
ইমেল নাঈম

বিষণ্ণণতার আলিঙ্গনে কোনও মুহূর্ত নেই
খাতার বুকে জমাটবদ্ধ কিছু ঋণ, আক্রমণাত্মক
শব্দের সমাবেশ ফেলে পালিয়ে যাচ্ছি দূরে।

থেমে যাওয়ার নিয়মকানুনগুলো ছিঁড়ে ফেলেছি
পাপপুণ্যের মায়াজালে — “কে আঁকে অন্য ছবি?”
বোঝা আর দুর্বোধ্যতার রেশটুকু নিয়ে সজাগ,
মিছিলের দৈর্ঘ্য দেখে ক্লান্ত হচ্ছি বারবার।

নীরবতা ভাষা শেখায় — অজস্র কথোপকথন —
যারা প্রাপকহীনতায় ভুগছে বহু সময়...
তাদেরকেও মুক্ত করে দিয়েছি গত বসন্তে

মেঘলা আকাশের নিচে পায়ের মানচিত্রে ভর করে
অকারণেই পাড়ি দিচ্ছি এই ঘর থেকে ওই ঘর,
তাদের বেদনা বিন্দু লিখেনি কোনো জ্যামিতিবিদ

অংকের খাতায় কেবলই মলিনতা, হাহাকার।
আহ্নিকগতির ফাঁকে পরাবাস্তব মূর্ছনা আজো
উঁকি দেয় ব্যর্থতা মোড়ানো রোজনামচায়।

No comments:

Post a Comment