Sunday 25 March 2018

সম্ভোগ

সম্ভোগ
ইমেল নাঈম

চুমুতে লেখা অনেকগুলো কবিতা আজও অপঠিত
অপরিণত আঙুলে কেবল খেলে যাচ্ছে তোমাকে নিয়ে
আবেশ আর স্পর্শ ঘামে অন্যরকম মানে লুকোনো
সিগারেটের ধোঁয়ায় উড়ছে কাল্পনিক চরিত্রের প্লট।

শরীরের তীব্রতা আজও জেগে ওঠে সুন্দরের শেষে
থেমে যাওয়ার আগ মুহূর্তে দপ করে ওঠা বহ্নিশিখা
চুমুগুলোকে অনুবাদ করে নিও, গালিবের সাথে…
জালাল উদ্দিন রুমিও প্রেম লিখেছেন সারাজীবন।

হিসেবের বারোয়ারি চিন্তা, নির্বাক কথোপকথনে
লিপিবদ্ধ শিহরণগুলো নীরবে হেসে ওঠে অকারণে
উত্তাপের শেষে নির্লিপ্ততা আঁকে পরিণত মনকে।

কোথায় নেই সম্ভোগ? কেবলই কী প্রতীক্ষার প্রহর?
সুখের আবেশ মুছে জেগে ওঠে নিঃসঙ্গ দাবার ঘুটি
ওল্ড মঙ্কের বোতলটিও শূন্য হয় দেখতে দেখতে
বন্ধ চোখে দেখি তুমি আঁকছো নগ্নতার পোর্ট্রেট

তোমাকেও সম্ভোগ শেষে নগ্ন এক ঈশ্বর মনে হয়...

No comments:

Post a Comment