Friday 9 March 2018

প্রবহমান

প্রবহমান
ইমেল নাঈম

থেমে যাওয়ার আগে, পিছনে তাকাও বারবার 
মূর্ছনা থামবার পরেও থেকে যায় তার রেশ
ভায়োলিনের সুর মলিন হয় পূবালী বাতাসে
অর্কেস্ট্রায় বিষণ্ণতা নামে লিপিবদ্ধ হাহাকারে…

নিজেকে গিলে ফেলেছ মেঘবদ্ধ সমাজের কাছে
বৃষ্টি বাদলে, ঋণপত্র রাখা মলিন ফুটপাথে
দিনে দুপুরে নীরবতা আঁকছে পরিযায়ী দুঃখ,
ম্লান সময়ের ক্যানভাসে ভাসমান ক্ষতচিহ্ন।

দিনের হিসেব বন্ধ হয় কোজাগরী রাতে – ভ্রমে।
হারানো মিছিলে মৌন মূর্ছনাও ভাসে নিরন্তর
ক্ষতচিহ্ন জেগে ওঠে বামুনের যাদুর কাঠিতে;

পাবার হিসেব চুকলে রাতটিও হয় মাতাল।
একই বৃত্তে ঘোরাফেরায় ব্যস্ত নিষ্ক্রিয় মগজ
খাতায় প্রলাপ, বিভ্রাট, ভুল বানানে মাখামাখি

থেমে যাক সঙ্গীত, লেখা হোক দুঃখের ভাগাভাগি
প্রবহমান জীবন –  দিনান্তে বাজে বিচ্ছদ – সুরে…

No comments:

Post a Comment