Saturday 10 November 2018

নিলাম

ছুটে চলার মন্ত্রটুকু আওড়ে নিই সবার অলক্ষ্যে
দোদুল্যমান দশার পুণরাবৃত্তি দেখছি শুধু
প্রান্তিক দৃশ্যপট মলিন হয়ে ওঠে

কিছু শিহরণ মুকুলে ঝরে যায় অকাল বাতাসে
তেজহীন পৃথিবীকে কিনে ফেলছি পেট্রোডলারে
বখে যাওয়া মানুষগুলোর হাসি জানান
দেয়— নাগরিক বিষণ্ণতা।

উপড়ে ফেলেছি শিকড়, শিখরে যাবার অদম্য
ইচ্ছেটাও ইঁচড়েপাকা অনুভব নিয়ে পালায়
নাগরিক রাজপথ শীতের বৃষ্টিতে ভিজে
অদৃশ্য কালিতে লিখে ফেলে নৈসর্গিক কালিমা

রাত বাড়লে হাসি নির্জনতাকে আবিষ্কার করে
ভুল বৃত্তে ঘুরেফিরে আসি শুরুর বিন্দুতে
নির্বাক শব্দের শেষে প্রহসনের মুহূর্ত
জেগে থাকে একক সঙ্গি হয়ে।

নিথর হয় প্রকৃতি। আটকে যায় মধ্যবিত্তের
ঘড়ি— অসহায়ত্বের মাপকাঠিতে
নিজেকে তুলে দিই বেনামী নিলামে।

No comments:

Post a Comment