Friday 9 November 2018

গালগল্প

গালগল্প
ইমেল নাঈম

দিনের শেষে কাল্পনিক গল্পের আনাগোনা হয়
ভুলের পাহাড় চেপে উড়ে যেতে পারে
আমাদের দৈনন্দিন দুঃখের চাষাবাদ
বিনিময়ে কিছুই থাকছে না হাতের মুঠোয়।

প্রাঞ্জল কিছু অনুভূতি ব্যর্থ হয়ে ফিরছে,
গোল্ডফিশের মত স্মরণশক্তি, ভুলে যাচ্ছি
হিসেবের বাইরের যাবতীয় হিসাবনিকাশ
স্বল্প স্বল্প করে রুদ্ধ করে ফেলছি নিজেকে

পাহাড়ের রুক্ষ্মতা পড়া হয় নি আমার
নীলাভ আকাশকে এখনো চেনা হয় নি
নীরবতার ভাষা বুঝতে বুঝতে ভুলে
যাচ্ছি চেনাজানা ভাষা, চোখের ব্যাকরণ।

কম্পাসে আঁকছি, শূন্যতার বৃত্ত। দূরবর্তী
মাস্তুলের আলোর চিহ্নকে মুখস্থ করছি
বিষণ্ণতার ভাষাকে আয়ত্ত্ব করার জন্য
রাতদিন বসে থাকি, বিবর্ণ মুখের ইশারায়।

বিবরণে লিখে রাখছি নির্বাক কিছু প্রহসন
চুপিসারে একানে ওকানে রটে যায় গালগল্প।

No comments:

Post a Comment