Monday 5 November 2018

কনফেসন

কনফেসন
ইমেল নাঈম

চুপচাপ পেরিয়ে যাচ্ছে সময়। পাঁচিল টপকালে অবশিষ্ট কিছুই থাকে না আমার। বারোয়ারি মেঘ উড়ে যায় শরৎ আকাশে। নির্বাক কিছু দৃশ্যের জন্য অপেক্ষমান। নিজেকে নিয়ে ব্যস্ত, কাছের মানুষগুলো দূরত্ব শিখে নিচ্ছে। গোপন, সূক্ষ্ম দৃষ্টিগুলো মুছে যাচ্ছে দ্রুত।

আঁচলে ঢেকে যায় মুখ। কোথাও রেখে দিচ্ছি পুরনো স্মৃতি। বিভ্রমে ঢেকে যায় চোখ। অচেনা পথ পাড়ি দিচ্ছি শুধু। নিজেকে নিয়ে আর কোনো প্রত্যাশা নেই। কাল্পনিক হিসাবগুলো ধ্রুব সত্য হয়ে উঠছে। প্রতিদিন পেরিয়ে যাচ্ছি নিজের আঙিনা।

সুর থেমে যায়। প্রাচীন কিছু বাক্যের কাছে গচ্ছিত অনেক ঋণ। প্রাপ্তি বাড়লে বিনিময়ে কিছুই নেই। নিজেকে নিয়ে বাস্তুসংস্থান, চক্রাকারে ঘুরতে থাকে পারম্পরিক গল্পের প্লট। সুরের পাখিরা থেমে যায়। নিজেকে নিয়ে ব্যস্ত সময়সূচি, এরবেশি প্রত্যাশা নেই।

বালু ঘড়িতে পেরিয়ে যাচ্ছে সময়। ভাবনার প্রলেপে রেখে দিচ্ছি শোকসভা। ভিতরের মানুষটার সাথে প্রত্যহ কথা হয়, সঙ্গোপনে কেটে যায় মৌন বেলা। হাতের ভাঁজে কথিত গল্পে থাকে অপ্রকাশিত ভালবাসা। বেজে ওঠে অপেরার সেক্সোফোন। গাইতে থাকি, ওয়ান ডে উই উইল মিট এগেইন, মাই ডিয়ার লাভ... ওয়ান ডে উই উইল মিট....

No comments:

Post a Comment