Thursday 8 November 2018

ব্যক্তিগত কড়চা

ব্যক্তিগত কড়চা
ইমেল নাঈম

ভাবতে ভাবতে কেটে গেলো বেলা, থেমে যাবার
আগে একবার দেখো ডানে-বামে
আত্মবিশ্বাস না থাকলে পা চালিয়ো না
বরং অপেক্ষা করো, একটু ভিড় কমুক
আর তখনই না হয় পেরিয়ে যাবে দৃষ্টিসীমা

আমি মুগ্ধ দর্শক, সার্কাস ভেবে বসে পড়েছি
ভুল করে, তোমাকে দেখে আটকেছে মনোজগৎ
আর সবকিছু তুচ্ছ, ব্যস্ততার বিজ্ঞাপনে
একদণ্ড স্বস্তি নেই, শুধুই প্রচার প্রচারণা...
স্পষ্ট যা কিছু ক্রমাগত ঝাপসা হয়ে আসছে।

ফোকাল পয়েন্ট থেকে সরে যাচ্ছে মনোযোগ
আর শূন্যস্থানে জায়গা করে নিচ্ছে অন্যকিছু
ট্রাফিক সিগন্যালে আটকেছে যানবাহন
রাস্তা পারের বিশাল ভ্রমণ শেষ করলে তুমিও

নিষিক্ত অনুভবে শুষ্কতা মাপছি অবেলায়
দক্ষতার মাপকাঠিতে অপরিপক্ব খেলোয়াড়
নিজেকে নিয়ে উঁচুদরের ভাবনা নেই
দাঁড়িয়ে থাকা ছাড়া আপাতত কাজ নেই
প্রতীক্ষা নেই, কল্পনা নেই, সবই নিরুত্তাপ...

আমাদের ব্যক্তিগত পরিভ্রমণে কেউ কাউকে
অতিক্রম করে যাই নি, দুজনেই ছুটছি
ভিন্ন কোনো কক্ষপথে, ব্লু মুনের মতো
দীর্ঘ অপেক্ষার পরে পাশাপাশি এসে দাঁড়াই,

দেখা হয় আমাদের অল্প কিছু মুহূর্তের জন্য
আর ভাবি, হরিত বিষণ্ণতাও কত সুন্দর!

No comments:

Post a Comment