Thursday 14 June 2018

চে’র প্রতি ভালোবাসা

চে’র প্রতি ভালোবাসা
ইমেল নাঈম

আমাদের দ্রুত গতিতে যেতে হবে গহীন অরণ্যের দিকে
তেজী ঘোড়াগুলোকে ছুটতে হবে আরো দ্রুত
মাঝপথের শত্রুর চৌকিকে এড়িয়ে যেতে হবে লক্ষ্যে
আমাজন পেরিয়ে পৌঁছতে লাগবে আরো কয়েক দিন

গন্তব্য বলিভিয়া, সেখানে অপেক্ষমাণ সঙ্গীসাথীরা
এরপরে অনিশ্চিত যাত্রা, লক্ষ্য সুনির্দিষ্ট,
শোষক শাসকের মাঝের ফারাকটা মুছে দিতে
আমাদের নিপুণ লক্ষ্যবেধ, যাত্রাপথে বিপদ...
তবু ছুটতে হবে, মেহনতি মানুষের জন্য— দূরান্তে।

মুছে দিতে হবে ধনী গরিবের বিভেদ, শোষক
দাঁড়াবে কাঠগড়ায়, পাইপাই করে হিসাব বুঝিয়ে
দিতে হবে। ব্যস, স্বপ্ন পুরাণে এমন সব লেখা...

যদিও পুঁজিবাদের এজেন্টরা তৎপর, খুঁজে যাচ্ছে
চিরুনি অভিযানে, পত্রিকার পাতায় ঝুলছে বিজ্ঞপ্তি
দাগী আসামির লিস্টে উঠে গেছে নাম, বিপ্লবের
নামে ছুঁটে চলেছে একদল সঙ্গীসাথী নিয়ে চে...

স্বপ্নচোখে বিভেদহীন সমাজ ব্যবস্থা, সাম্যের গান।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে তটস্থ শত্রুরা
একদিন, শেষ হলো রূপকথার যাবতীয় হিসেব
নয়টা বুলেটে ঝাঁঝরা হলো মেহনতি চোখের স্বপ্ন
নানান উপমায় আদর্শকে করা হলো বোতলবন্দী,
চে কে ইদানীং দেখা যায় পুঁজিবাদী বিজ্ঞাপনে।

এরপর বদলেছে পাশার দান, পুঁজিবাদী শ্লোগানে
চে ঝুলছেন রঙবেরঙের টিশার্টে, নয় হৃদয়ের মাঝে... 

No comments:

Post a Comment