Friday 22 June 2018

হারানো বিউগল

হারানো বিউগল
ইমেল নাঈম

পথ চলে যায়— দূরে, একা বসে হাসছো কেবল
একটা নীলচে পিছুটান ফেরি করে ফিরি
অবয়ব খোলা হাসি প্রবঞ্চনার কথাই বলে
মানা নেই— রোজ নিজস্ব একটা দেয়াল তুলেছি।

আবছা, সবটুকু মনে নেই, নিজেকে নিয়ে বেশি
কথা নেই— প্রান্ত বদলানো অনুভূতি— কথা বলা
বেদনাদের অনুভূতি লিখে রাখে নীরবে, সম্মিলিত
প্রয়াসে জেগে ওঠে বুকের পাশে হাহাকার,
একটা ব্যথা শুধুই গান গায়, নির্বাসন আঁকে।

সেদিনও ছিলো অন্য এক দৃশ্য— কাঁঠালিচাঁপার
মৌতাতে ভরে থাকতো আনন্দের সবটুকু স্তর
হাসির ফোয়ারায় সন্ধ্যা নামতো পৃথিবীতে, গান
গাইতো অচেনা পাখির দল— সৌখিন ব্যান্ডদল
মার্চ করে যেতো প্রেমের বিউগল বাজিয়ে,
দৃশ্যের কোথাও বিরহ নেই, অবিরাম ছুটছি।

বদলে গেলে সবটুকু ভাঙন নিয়ে চোখ পুড়ে,
সুখটুকুর মিলিয়ে যাওয়া দেখেই ক্লান্ত হই
নির্বিবাদ কিছু মূর্ছনার জন্য কিনে রাখি দুঃখ,
সময় পেরিয়ে গেলে ক্রমশ তারা সামনে আসে...
হারানো বিউগলে মলিন সুখের কোলাজ ওড়ে।

No comments:

Post a Comment