Sunday 17 June 2018

দিনের হিসাব

দিনের হিসাব
ইমেল নাঈম

সত্য মিথ্যের প্রলেপে বাঁধা পড়ে নিয়মকানুন
বৃত্তের বাইরে জেগে থাকা চাঁদের আলোকে লিখে
রাখি ভুলভাল মন্ত্রপাঠে, জেগে থাকার পুরনো
ভয় গ্রাস করে চতুর্দিকে, তাড়া করে ফেরে শুধু...

নীরবতার ভাষায় ঝুলছে প্রহসন, আত্মঘাতী
হবার পরিণাম জেনেও চুপসে যাই— নির্বাক
সময়ের কাছে লিপিবদ্ধ থাকে পাপ পুণ্য বোধ
ছুটে চলার ফাঁকে হঠাৎ মাথাচাড়া দেয় স্বপ্ন

পিছুটানে বন্ধুর সময়, কেবলই দীর্ঘশ্বাস...
নিজ কানকে শোনানো হয় নি দুঃখ, হতাশা, ক্লেশ
মুগ্ধতা কাটলে অন্য আমি সামনে এসে দাঁড়াই
হাহাকার লিখতে লিখতে ক্লান্ত খুব— নিরুপায়...

নিজেকে ব্যর্থ প্রেমিক মনে হয়, উপেক্ষিত থাকি
আয়নার সামনে দাঁড়ালে ভুল সব তথ্য ভাসে।

No comments:

Post a Comment