Sunday 24 June 2018

আবিন


আবিন
ইমেল নাঈম

থেমে যেতে যেতে মূর্ছনায় মগ্ন হও,
বাধার প্রাচীর দেখে মুখ লুকচ্ছ কেন আড়ালে?

দূরের মাস্তুল, আলোটুকু ম্লান হয়
নিমগ্ন নাবিক, দূরবীনে চোখ রেখে
মেপে নিচ্ছে জলের রসায়ন, নির্ভুল
হিসেবে লুকোচুরি খেলা বাকী থাকে— প্রত্যহ...

রোজকার অংক মিলে যায়, ভুলের পাশে
দাঁড়িয়ে থাকে কাটাকুটি লাইন— শূন্যের
ফাঁক গলে অট্টহাসি হাসে—

দূরের মূর্ছনায় কে আঁকে বিষণ্ণতার পোর্ট্রেট
আবিনের বেশে ছোরা হাতে আততায়ী মুখ
নশ্বর জীবনের অসমাপ্ত পাঠ নির্বাক
গল্প বলে যায়— দহনে পুড়িয়ে দেয় চারপাশ।

(আবিন সাঁওতালি শব্দ, অর্থ আত্মীয়)


No comments:

Post a Comment