Friday 29 June 2018

অবহেলার ক্যাকটাস

অবহেলার ক্যাকটাস
ইমেল নাঈম

মুগ্ধতা মুছে গেলে যাযাবর হয় স্মৃতি
জিপসি প্রেমিকের গায়ে ছড়ানো উল্কি
থেমে যাক এক্স-ফ্যাক্টরের গোপনীয়তা
প্রেমিকা চুমু খাক ভরা মজলিশে

তবু কথা থাকে, থাকে ভিন্ন কোনো মানে
নির্বাক শব্দের কাছে নতজানু হচ্ছি
শিশির ঝরে যাওয়া পাতাদের সমাবেশে
চাইলে বিষণ্ণতা আঁকা যায় যখনতখন,

পতনের শব্দে নীরবতা ভাঙে, ফানুশ
উড়বার সময় ঝলসে ওঠে উৎসবের রাত
কোনো কথা নেই, শব্দ নেই, মৌন সব
মুখরিত হোক চাওয়া পাওয়ার জটিল অংক

বিমূর্ত দৃশ্য কল্পনায় থেমে গেছে সময়
এক্স ফ্যাক্টরের প্যান্ডোরা খুলে বেরোচ্ছে
অসম লড়াইয়ের কিছু তৈলচিত্র, প্রেমিক
পালাচ্ছে নির্বাসনেদূরের পথ আড়াল
করে দিচ্ছে তাকে জগতের থেকে...

প্রেমিকা এখন চুমু খান, ভালবাসাহীন
চুম্বনগুলো অবহেলার ক্যাকটাস হয়ে
সালোকসংশ্লেষণ করে দখিনা বারান্দায়

No comments:

Post a Comment