Thursday 21 June 2018

জলরঙ

রিয়া দাশের আঁকা ছবি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা...

জলরঙ
ইমেল নাঈম

ছুটে চলা মুহূর্তগুলোকে পাঠ করি
থাকে রঙবেরঙয়ের নানান আঁকিবুঁকি,
সামনে ডাকছে অদৃষ্টের হাতছানি।
জেনেছি ভালবাসা অভ্যাস মাত্র
এরবেশি শব্দগুলো গোপনে থাকুক।

তুমি আঁকছো দিনের দুঃখগুলো,
মুছে যায় আমার না পাওয়া হিসেব
প্রান্ত ভুলে ঢুকে পড়ি নিষিদ্ধ স্থানে
আকাশ দেখে খুশি হয়ে ঢাকছি মাথা।

তুষার জমে যায় বুকের বাম পাশে,
অনুভাবে মুছে যায় জলরঙ,
প্রান্তিক আদরে লুটোপুটি খাচ্ছো
হেয়ালিতে মাতিয়ে রাখো নিজের সব।

ঈর্ষান্বিত হচ্ছে চারপাশের মানুষ
নির্বাণ জ্বালাচ্ছো তুমি একাকী এখানে

আমি তোমার আঁকা কোনো নায়ক
ছবিতে ঝুলছি তোমার গা বেয়ে
দৃশ্যের শেষে চুম্বনটুকু লেপ্টে গেছে
বেখেয়ালি হাসির আড়ালে, ছবি হয়ে...

No comments:

Post a Comment