Saturday 16 June 2018

পলেস্তারার অনুভব

পলেস্তারার অনুভব
ইমেল নাঈম

ভুলে যাও পাপ পুণ্যের মায়াবী হিসেব নিকেশ
ক্ষতস্থানের প্রলেপে কেবল মিথ্যে ফানুস ওড়ে
বৃত্তের ভিতরে গড়া আদিম নিবাসে
মুছে দাও লোকদেখানো পলেস্তারাদি
সঙ্গীতের ভাষায় জমাটবদ্ধ অভিমান মুছে
মিলিয়েছে আষাঢ়ের বৃষ্টিতে— বন্ধ হল মূর্ছনা।

মলিনতা ঢেকে রাখে বিগত জন্মের পাপগুলো
ঢেকে রাখি চোখ কালো চশমায়, চিনতে পারি না
পরিচিত দৃশ্যের সম্পূর্ণ অনুভব
সুখের ঘরে প্রাচীর টেনে আটকাই
অলিপিবদ্ধ অভিমান, নির্বাক কথোপকথন
শেষে ভ্রান্তির মৌতাতে ভেসে যায় অনাবাদী মন

আয়োজন শেষ হলে নিঃসীম নীরবতা বাকি কেবল
খড়িমাটির প্রেমে ভেসে যায় কাল্পনিকতা, ভ্রম...
হাত ভুলেছে অন্য কোনো হাতের স্পর্শ
সময়ের গলাতে বাঁধি পাগলা ঘণ্টি
নির্বাসনের মায়ায় আটকে ফেলেছি মিথ্যে বোধ
ছুটি এখন কার কাছে — দুঃসময়ের ঘেরাটোপে।

হাতের ভাঁজে লুকোনো সব খেলা, ম্যাজিসিয়ানের
কাঠিতে ভর করে নেমে আসে অদৃশ্য ট্যাকটিস
চোখে বিমুগ্ধতা, রেশ থেকে যায় শুধু
ইস্কাবনের টেক্কায় ঘুরে যায় মোড়
নির্বাক সময়ের হাতেখড়িতে থেকে যায় চিহ্ন
বাকি থাকে না মেলা হিসাবের মলিন অঙ্কখাতা।

No comments:

Post a Comment