Wednesday 20 June 2018

কোনো যুদ্ধের ময়দানে...

কোনো যুদ্ধের ময়দানে...
ইমেল নাঈম

খেলাঘরে মুখ লুকিয়ে হাসছো অকারণে
নিজেকে মানিয়ে নিয়েছি আঘাতের পর আঘাত সয়ে
অভিনয়ের মঞ্চে ভোকাট্টা ঘুড়ির মতো উড়ছো
বাধাহীন দৌরাত্ম্যে নিজেকে ভেবেছিলে অধিপতি।

রাজ্যপাট সাজলো বিশাল সৈন্যবহরে— সজ্জিত
শৃঙ্খলাবদ্ধ বিন্যাস দেখে চুপসে যাইনি
অভিশাপে আটকে দিই নি তোমার রাতের ঘুম
অপেক্ষায় বসে থেকে নিজেকে হতাশায় বাঁধি নি।

ঝড় আগমনী গানের সুরটি মুখস্থ করেছো?  
পায়ের ছাপটিকে চিনে রাখো, নীরবে এসে
দাঁড়ালে চিনতে পারবে তো! বেখেয়ালে ছুটে যাবে
যুদ্ধের সকল হিসেব নিকেশ, সৈন্যদল হবে
বিশৃঙ্খল, দেখবে পালিয়ে যাচ্ছে পদাতিক ফন্ট

অশ্বারোহী দলটিও মনোবল হারিয়ে ফেলবে
কামান থেকে ছোঁড়া হবে না তোপ, দিকনির্দেশনা
না পেয়ে তারা পরাজয়ের সামনে দাঁড়াবে— অসহায়
তুমি ঠিক বুঝে উঠতে পারবে না গলদটুকু

শুনবে কেবল পরাজয়ের ধ্বনি, ক্যানেস্তারায়...
চোখমুখ ঘোলাটে হবে, ঝাপসা হবে সামনের দৃশ্য
খবর আসবে বিশ্বস্ত রেজিমেন্টটি করেছে বিদ্রোহ  
দেখবে না ঈশান কোণ থেকে কালো ঘোড়ায় চড়ে

আসছে না পরিচিত কোনো মিত্র— মিথ্যে অহমিকা
পুষে পরাজয়ের কাছে চলে যাবে নিজের অজান্তে।

No comments:

Post a Comment