Friday 10 June 2016

জীবিকা

জীবিকা
ইমেল নাঈম

আংগো শহরে বেশি কথা নাই। ঘাসফুলগুলান
মইরা গেছে হেই কবে! দুই ছটাক স্বপ্ন ছিলো,
গ্যালো বন্যায় ভাইসা গ্যাছে...মাথার উপর ছাদ
দিয়া আসমান দেহা যায়, হানি ঢুকে বৃষ্টি হইলে।

বেয়াইন্না নুন দিয়া ভাত খাই, হুকনা ছালম আর
হোড়া মরিচ, এই নিয়াই কাইটা যাইতেছে দিন
কাচারি ঘরের সামনে চা দোয়ানের ভিড় ঠেইলাই
আগাইতে হয় ফ্রতিদিন। হেইহানে আড্ডায় কথা
জমে বাকির খাতায় নামডাও শক্ত হইতেছে।

কামহীন চইলা যায় জীবন...দুচোহে শুধু আন্ধার
হকেটে ট্যায়া নাই, ট্যায়া না থাকলে নিজেরে
হানির দরে মনে হয়, মনে হয় দরদামহীন ফ্রাণ।

কামের অভাবে দুপুরে বা রাইতে খাওন হয় না
কদিন হরেই হয়তো ঘাস চিবাই বাঁইচতে হইবো,
বাজেমালের দোয়ানে বাকির খাতাও আগায় না
জ্যোৎস্না আইলে চাঁদডারে বড্ড বেয়াড়া লাগে
ক্ষুদা হ্যাডে কোনো রোমান্টিসিজম জন্মায় না...

No comments:

Post a Comment