Thursday 16 June 2016

বোঝাপড়া

বোঝাপড়া
- ইমেল নাঈম

চিরব্যর্থ কিছু সংলাপ আওড়ানোর পর
একটা নায়িকা সকাল সামনে এসে দাঁড়ায়।
বেড টি ঢালতে ঢালতে তোমার মোবাইলে
রুটিনমাফিক বেজে উঠে হেভি মেটাল গান,
প্রতিবারই চমকে উঠো অত্যাধুনিক যন্ত্রের
কারুকার্যে। চমকে উঠলেও ওই শরীর জুড়ে
খেলে যাওয়া বিদ্যুতকে আমি প্রহসন ভাবি।

বিছানা দিয়ে আকাশ দেখা যায় না একদম
বাইরে চোখ পড়তেই দেখি ল্যাম্পপোস্টটি
বন্ধুসমেত কাক ভিজা ভিজেছে অসময়ে
তার শরীরের তাপমাত্রা মাপতে গিয়ে
অনুধাবন করি আসলে জ্বর বলে কিছু নেই

বারোমাস যারা রোদে আর বৃষ্টিতে ভিজে
তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও
এই বিরহ বিলাসীদের চেয়ে অনেক বেশি
কিন্তু প্রতিদিন সকালে বেজে ওঠা সঙ্গীতে
তোমার শরীরে খেলে ওঠা রহস্যময় বিদ্যুৎ
আমাকে দাঁড় করায় নগ্ন আয়নার সামনে।

No comments:

Post a Comment