Friday 17 June 2016

রক্তস্নাত মিছিল

রক্তস্নাত মিছিল
- ইমেল নাঈম

গিরগিটির চামড়া গায়ে লাগিয়ে দিব্যি সাহিত্য চর্চা
করে যাচ্ছে নাগরিক ইঁদুরগুলো, গর্ত না থাকলে
যেমন হয়, ঠিক তেমন অবস্থা তাদের -
এর ওর পিছে লেগে থাকে টিকে থাকার অবলম্বন
ভেবে, ঘরকুনো স্বভাবে বসে থাকে মুখ গুঁজে,
বের হতে চায় না নিজের আঙ্গিনা ভুলে, যদি খসে
পড়ে কৃত্রিম পালক, দ্বিধা টেনে নেয় পুরোটা চিত্র।

বিচক্ষণ চোখ সবটা বোঝে। বুঝেও পাশে দাঁড়ায়,
ঠিক পাশাপাশি বসে, আর চা খেতে খেতে গুণতে
থাকে আমি...আমি... আমি, অতঃপর নীরবে হাসে।
চোখেরা এসব নিয়ে কিছু ভাবে না, অতো সময় নেই...

আঁধার ছেড়ে আলোয় আসতে যাদের ভয়, তাদের
নিয়ে নির্ভার হওয়াই ভালো। পিঁপড়ে থেকে শিখে
নেওয়া দলবদ্ধ জীবনের ভুল প্রয়োগে দ্রুত ধ্বংস
হয় নিবিড় সাধনা। এদিকে পুড়ছে হরিৎ বনাঞ্চল।

একে একে ছেড়ে যায় তাদেরকে সবকিছু, অলৌকিক
বার্তায় খুলে যায় তাদের মুখোশ, মুখোশহীন মুখের
কুৎসিত আবরণ দেখে মুখ লুকোয় না কেউ এখন।
মেনে নিয়েছে এতো আস্ফালন, নিজের গা বাঁচিয়ে।

আর, রক্তস্নাত মিছিলে রক্তাক্ত কবিতার রাজপথ...

No comments:

Post a Comment