Monday 6 June 2016

আকাশ

আকাশ
ইমেল নাঈম

নামহীন শহরে কেউ পথ হাঁটে অকারণে
কারো স্পর্শে লেগে থাকে একবিন্দু সমবেদনা
ছিঁড়ে ফেলা প্রশ্নপত্রে প্রণয় থাকে লুকিয়ে
এরবেশি জানায় নি আমায় শরতের আকাশ

উড্ডীন্ন পাখিদের ভিড়ে আবেদন থাকেনা,
প্রলেপে আটকে গেছে সময়ের হিসাব,
স্বপ্নের পরিসীমা আঁকতে গিয়ে বাচ্চা শিশুর
রঙ পেন্সিল হারানোর তীব্র কষ্টের গল্পটা
বেশিরভাগ সময় চোখের জলেই আঁকা হয়।

বিচ্ছিন্ন দ্বীপের মতো আমরা খুব আলাদা
সবাই পাশে কিন্তু কেউ কারো কাছে নই
দুই হাত পার্থক্যেও একটা বিশাল গল্প থাকে

কেন্দ্রীভূত স্বপ্নের বুকে হাহাকার জন্মায় নি
সেখানে আমাদের ঈর্ষান্বিত হবার কথা নয়
বরফ জমলে এখানে পশ্চিমা টোন বাজেনা
তবুও টানাহ্যাঁচড়ায় একটা মধ্যাহ্ন বিন্দু থাকে

আমার আকাশ আর কতই বড় হতে পারে,
তবুও সেখানে নিয়ম করে সকাল আসে।

No comments:

Post a Comment