Friday 17 June 2016

বিষণ্ণতার কোরাস

বিষণ্ণতার কোরাস
- ইমেল নাঈম

ইদানীং আমি মাঝরাত্রিতে বিষণ্ণতার বৃষ্টি কিনি...
ভারসাম্য'র পরিবর্তনে আষাঢ়িয়া দিনের বৃষ্টিও
গচ্ছিত রাখে প্রকৃতির আঁচল - সময় পালটেছে,
মানুষ চুপ হতে হতে হারিয়ে ফেলেছে অক্ষর।
চাপিয়ে দিতে দিতে কিনে ফেলেছে কৃত্রিম বাতাস

হাপিয়ে ওঠা সময়ের বৃত্তে মানুষ এক মুসাফির মাত্র
পেরিয়ে পেরিয়ে যাচ্ছে ভূগোল, মানচিত্র বদলে
গেলে মানুষও বদলে যায়। বদলে যাওয়া চিহ্নে
কাঁচা হাতে আঙুল ঘোরালেই সভ্যতার সাক্ষাত
হয়ে যায় গ্লোবাল ওয়ার্মিংকে বুকে আগলে রেখে।

প্রণয়ের ভাজে লুকিয়ে রাখো হাজারটা প্রহসন
দিন পঞ্জিকায় আলাদা বলে কোনো দিন নেই,
দিনগুলোর আবেদন সর্বদা একহলেও বদলে যায়
আমি বদলে যাওয়া হিসেবে প্রেমিকাকে আঁকি
গ্লোবাল ওয়ার্মিং গ্রাস করে ফেলে নিজস্ব সত্ত্বা।

প্রাচীনপন্থী মন, আহাজারি করতে থাকে সময়ের
বিপ্রতীপ কোণে, এর বাইরে স্মারক চিহ্ন নেই
ছিঁড়েফেলা চিরকুটে কেউ লিখেছিলো সর্বনাশ...

No comments:

Post a Comment