Monday 27 June 2016

সমুদ্র যাত্রা

সমুদ্র যাত্রা
- ইমেল নাঈম

সন্ধ্যার ক্যানভাসে পারিজাত ঝরে যায় অবহেলায়
করতল জুড়ে বিষণ্ণতা নামে ফ্যাকাসে বন্দরে
ঢেউয়ের মাতমে সাইরেনে বাজে বিপদের সানাই

দ্রাক্ষালতা তুমিও গোপনেই রাখো প্রাপ্তবয়স্ক প্রেম
হারাবার কিছু নেই, তারপরেও জলে নামতে ভয়
সময় পেরিয়ে যায়, রাত বাড়লে মাস্তুল জ্বালিয়ে
আলো ফেলতেই আবিষ্কার করি "আমি অন্ধকার"

ভুল কম্পাসে চোখ রাখে নাবিক, ঝাপসা দুরবিনে
কোনো ইশারা নেই, শান্ত সমুদ্র চিনেছে গভীরতা
জেগে থাকি পাটাতনে চোখ রেখে, অজস্র প্রণয়
পেরিয়ে যায় অজানা মোহে, সুখের শ্রাদ্ধানুষ্ঠানে
এক দৃশ্য মূকাভিনয় আঙুল নাড়িয়ে বলছে প্রেম...

ক্ষুধা জমলে আনন্দ'র রেশ বন্ধ হয়ে যায় সীমান্তে
কম্পাস ও দুরবিনের চোখে চোখ রাখতে রাখতে
অলক্ষ্যেই সমুদ্রের ঝড়োহাওয়া আঘাত করে যায়।

No comments:

Post a Comment