Saturday 25 June 2016

শীলালিপিতে অস্পষ্ট নাম

শীলালিপিতে অস্পষ্ট নাম
ইমেল নাঈম

চুপচাপ বেঁচে থাকা বৃক্ষও সময়ের পরে দুর্বোধ্য কিছু শব্দমালার জন্ম দেয়। অহর্নিশ বেঁচে থাকার প্রয়াসে মুখ লুকোনো শামুক জীবন নীরবে তাকিয়ে থাকে হাস্যোজ্জ্বল চোখে। পরিণতি মেনে অংকের খাতায় কাটাকুটি খেলতে বড়ো হয় নি একদম। মেনে নিতে নিতে থামতে হয় আমাদের। অসহায়ত্বের মোড়কে বাণিজ্যিক উপাদান খুঁজে পাই বারবার। বেচাকেনার হিসেবে লাভের অংক শিখেছে খুব।

চাকচিক্যের আবরণে ভিন্ন কোনো খোলসে বন্দী মোহের কারণে তাকিয়ে থাকি আকাশের দিকে। নীলচে আকাশে মেঘঘুড়ি কাটাকুটি খেলা দেখতে দেখতে ক্লান্ত হয় চোখ। মেঘের কোনো ক্লান্তি নেই, খেলে যায় নির্মোহ কাটাকুটি খেলা। সুর্যের প্রখরতা কমলে বিবর্ণ হতে থাকে চোখের সামনে চারপাশ। কমলা রঙা আকাশ সুন্দরের পশরা সাজায়, যাবার আগ মুহূর্তে উপহার বলেই তড়িঘড়ি এমন আয়োজন। আমার নতুন কোনো কথা থাকে না।

নির্বাক হাঁটা চলায় অনেক সাতকাহনের জন্ম হয়। নির্বাক সময়ের পাঠশালায় লালমাটির বুকে সবুজের আবাসন স্বর্গীয় সুরেলা কবিতার জন্ম দিয়ে যায়। মোজার্টের পিয়ানোর সুর যেন লিখে রেখেছে আমাদের নাম। দেখা হয় না আমাদের কখনো, হয়তো কখনো হবে না। বিপরীত মেরুতে বেঁচে থাকি কাল্পনিক স্পর্শের কল্যাণে। অদ্ভুত বিচ্ছেদ বুনে রাখি সুঁই সুতোর বুননে, বিমূর্ত প্রেমের শীলালিপিতে অস্পষ্ট নামটি অচেনা হয়ে যায়।

No comments:

Post a Comment