Friday 15 December 2017

স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে
ইমেল নাঈম

পেরিয়েছে সময়, মুহূর্ত পেরোচ্ছে তারচেয়েও দ্রুত
চাওয়া পাওয়ার হিসেবের খেলায় জমাটবদ্ধ ঋণ
বোঝা টানতে টানতে দিকভ্রান্ত হয়েছে সমাজ,
চুপসেছে সহাস্য মুখেরা, বিনিময়ে নীরবতা...

থেমেছে তর্জনীর গর্জন, এরপর থেকে স্বপ্ন দেখতে
ভুলেছে মানুষ, উদ্দেশ্যহীন ছোটাছুটিতে পেরিয়ে
যাচ্ছে দিনপঞ্জিকায় লিপিবদ্ধ যাবতীয় নথিপত্র
নির্বাক সময়ের হাতেখড়িতে স্বাধীনতা কেবল শব্দ

কবিরাও কবিতায় লিখছেন না স্বাধীনতার কথা
ব্যর্থদের কলমজুড়ে ফুটে ওঠে শ্লোগান, কবিতা নয়।
পারিজাত ফুল ঝরেছে কবেই! জেসমিনের ঘ্রাণ
বুকে জড়াতে ভুলেছে নিঃসঙ্গতাপ্রিয় মানবসমাজ।

আমিও অনেকদিন লিখিনি স্বাধীনতার কথা।
স্বাধীনতা বলতে বুঝি ছোট্ট শিশুর অনাবিল হাসি
লাজুক মুখে ঢেকে রাখা গ্রাম্য বধুর হাসি,
আমি চোখ বন্ধ করলেই শুনি লালন, হাসনের
স্নেহের পরশ, ভেসে আসে আব্বাসউদ্দিন,
আবদুল আলিমের কণ্ঠেও খুঁজে পাই স্বাধীনতা...

নদীর অববাহিকায় গড়ে ওঠা সভ্যতায় জন্মানো
অজস্র কবিতার ভিড়ে বিমোহিত করা রবিঠাকুর,
নজরুল, জীবনানন্দ'র কবিতায় জীবনের টঙ্কার।
স্বাধীনতা মানে অজস্র রক্ত, লাঞ্ছনার বিনিময়ে
পাওয়া লাল সবুজ পতাকা, অজস্র সুখের ঋণ।

No comments:

Post a Comment