Monday 4 December 2017

নগরের গান

নগরের গান
ইমেল নাঈম

একই শব্দ বারবার ফিরে আসে। মেঘ, বৃষ্টি, রোদ, জল,
এমনকি আগুনগুলো এক। প্রেম ছড়িয়ে যায়
এক হতে দশে সেই প্রেমটিও এক, এককে সাজালে
থাকে দুটো সত্তা; সেখান থেকে ছড়ায় বহুতে

সুউচ্চ দালান কোঠা, ইট পাথর, সিমেন্টের ভিড়ে
রসায়ন হিসেবে থাকে ইস্পাত, তাতে প্রভাবক হয়
এক স্থপতির চোখ। তুহিন নামেনা আমার শহরে।
হালকা শাল গায়ে চাপিয়ে আমরা অবসরে
পাড়ার দোকান হতে ভাপা পিঠা কিনে খাই।

কিশোর-কিশোরী একসাথে খেলে ব্যাডমিন্টন
তরুণের দল অপেক্ষায় রাত নামবার
অফিস ফেরত যুবকের সময় কাটে মুঠোফোনে
বাবাদের কার্যক্রমও চোখ বন্ধ করে বলা যায়
মায়েদের হেঁসেলে রান্না হয় সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট

নাগরিক রোজকার ছবিগুলোর পরিবর্তন নেই
প্রেমগুলো একই থাকে
       স্পর্শগুলো এক
               চাওয়া এক
                      মুহূর্তগুলো এক
এসমস্ত দৃশ্যের পুনরাবৃত্তি জানান দেয়
শহরের পটে আঁকা ছবিগুলোরও প্রাণ আছে

তারাও শ্বাস নেয় গাছের মতো, উষ্ণতা দেয় 
প্রেমিকের মতো, আগলে রাখে অভিভাবক হয়ে।

প্রকাশকালঃ ১৭ অগ্রহায়ণ ১৪২৪

No comments:

Post a Comment