Wednesday 20 December 2017

ব্যক্তিগত কড়চা

ব্যক্তিগত রোজনামচা
ইমেল নাঈম

সালতামামি। ব্যর্থতা। ঘুরে দাঁড়ানোর আস্ফালন
কোনো কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছিনা,
মুখবইয়ের প্রতি পাতায় আমিত্ববোধ,
নিজেকে জাহির করার অদম্য প্রয়াসে ব্যস্ত...
কথারা চুপ থাক, নীরবতা নামুক কলমের নিবে

অনেক আগেই বন্ধ করেছি শব্দনির্মাণের কাজ
এখন সার্কাসের ক্লাউনের অঙ্গভঙ্গি দেখি
রিং মাস্টারের হাতের ছড়িতে কেবল প্রহসন
অচেনা শহরে সুরম্য অট্টালিকার ভিড়ে
একচিলতে আকাশ চুরি করে নিচ্ছে কৈশোর

যোগবিয়োগে ব্যস্ত নিজেকে প্রশ্ন করতে শিখিনি,
প্রাপ্তির খাতায় আঁকছি দাঁড়ি, কমা, সেমিকোলন
সমান্তরাল পথে মানুষের রঙ চেনা কঠিন,
লোকালয়ে তারা মিশে মুখোশ পরে,
ভালোমানুষের আড়ালে করে নিজের বিজ্ঞাপন

নাগরিক ব্যস্ততায় কেন আঁকছি বিশাল শূন্য?
বাধা দিওনা। আঁকতে বসে নষ্ট করবো চারপাশ;
ছোট্ট শিশুদের অঙ্কনে যেমন নষ্ট হয় দেয়াল
ঠিক তেমনি নষ্ট করবো সাজানো বাগান
তোমরা ভাবলেশহীন তাকিয়ে দেখবে নীরবে...

শিশুরা ধ্বংস করতে ভালোবাসে সৃষ্টির মানসে
আমি ধ্বংস করতে পারিনা। কেবলি আঁকিবুঁকি...

No comments:

Post a Comment