Tuesday 5 December 2017

পলাতক

পলাতক
ইমেল নাঈম

১।
নিষ্প্রভ আলোকচ্ছটা, মুছেছে নির্ভুল কারুকাজ
বেপরোয়া জীবন পাঠ, চুপসেছে ভ্রান্ত হিসেব
অভিমানের খাতায় লিখে রাখছি নিঃসীমতা
কে ডাকে? কার গলা শোনা যায় এই অবেলায়?

২।
মুছে যায় আকরিক আকর্ষণ, ম্যাড়ম্যাড়ে ভাজ।
আততায়ী হয়ে ছুঁটি, কম্পাসে রাখিনি চোখ।
ঠিক আর ভুলের নির্ণায়ক নেই এখন এ'মুহূর্তে
চুপিসারে নেমে আসে রাত, হাতড়ে ফিরি পথ

৩।
সিটি সার্ভিসের বাস থামলো আলেয়ার খেলায়
গন্তব্য তার শেষটুকু আঁকতে পুরোপুরি ব্যর্থ,
মরীচিকা আঁকার মতো পর্যাপ্ত রোদ নেই
ভুলগুলো অব্যাখ্যাত থাকে নিয়মের কারণে
কেবল প্রবঞ্চনার কালিটুকু আছে রঙতুলিতে।

৪।
নির্ভার জীবন মুছে যায়। রয়েছে পাপদৃষ্টি...
আহ এই সমাবেশ যেনো দুদিনের খেলাঘর

আসা যাওয়ার ফাঁকেই মিলাচ্ছি সরল অংক
জমছে পাপ, পুণ্য। মিছিলে জুটছে নতুন মুখ

আমি পলাতক, শুধু ছুটছি রাজপথ পেরিয়ে...

প্রকাশকালঃ ১৮ অগ্রহায়ণ ১৪২৪

No comments:

Post a Comment