Friday 22 December 2017

দিনলিপির আয়োজন - ৫

দিনলিপির আয়োজন - ৫
ইমেল নাঈম

জানালা জুড়ে সুনসান নীরবতা। বারান্দায় নেই আলো।
শৈশব পেরিয়ে দুঃখরাও এখন প্রাপ্তবয়স্ক, তারা এখন
সহজে আহত হয়না, কাঁদেনা, দুমড়েমুচড়েও যায়না;
প্রবলে উৎসাহে দ্বিগুণ শক্তিতে ক্ষতবিক্ষত করে শুধু

এরপর স্বপ্ন দেখার আকাশ ছোটো হয়। মাঠ নয় —
বাড়ীর সামনের উঠোনও নয় — বারান্দাও নয় —
জানালা খুলে কেবল দেখি শূন্যতা ভর্তি আকাশ।

ইদ, পূজা, পার্বণ, সান্টা কতো এলো আর কত গেলো
যাবার সময় চুরি করে নিয়ে গেলো অলিখিত স্বপ্ন
খণ্ডিত সময়ের হিসাবে আকশটিও ভগ্নাংশ স্বরূপ...
আমাকে দেবার মতো অবশিষ্টাংশ নেই তার কাছে।

তবুও নিয়ন আলো দেখলে উৎসুক মন উঁকি দেয়
ল্যাম্পপোস্টের নিচের মানুষের আসাযাওয়া দেখি
তাদেরও কী অনাদরে স্বপ্ন পুড়েছে আমার মতন
চাঁদ দেখলেই বলে উঠি আহা কী অপরূপ দৃশ্যপট
অথচ আমি নিজেও অন্যের শক্তিতে নিভুপ্রায়,

খর্বিত শক্তিতে হাসছি লৌকিক পৃথিবীতে, উপলব্ধি
করছি স্বাধীনতার ভিতরে লুকোনো পরাধীনতাকে
বিনিময়ে মিলছেনা ব্যক্তিগত কোনো হিসেবনিকেশ,
সান্টা আসেনা, ইদের কোলাকুলি, পূজা পার্বণ
কেবলই একটি দিন, বাকিটা শুধু নীরব হাহাকার।

No comments:

Post a Comment