Sunday 17 December 2017

দিনলিপির আয়োজন — ৪

দিনলিপির আয়োজন — ৪ 
ইমেল নাঈম

উড়ে যায় বিষণ্ণ মেঘ, অভিধান থেকে খসছে শব্দ।
নির্বাণ করছি। বিনির্মাণ দেখি সুবিশাল মেঘমালার,
দেখছিনা কত সুন্দরে তারা মিশছে পূবালী বাতাসে
নির্ভার সময়ের প্রান্তে কিছু ঋণ লিখেছি অজান্তে।

নির্বাক হয়েছে গল্পের শেষ অধ্যায়ের প্রতিটা বাক্য
অতিকল্পিত চিত্রায়নে ঢেকেছে প্রান্তিক মনের কোণ
পাললিক কারুকাজে উড়ে আসে পরিযায়ী পাখিরা
ক্যানভাসের তৈলচিত্রে শৈল্পিক মন হয় বিমোহিত।

হিসাবের খাতায় মেলেনা বেপরোয়া হিসাব নিকাশ,
সালতামামিতে শুধু শব্দহীনতা — নির্বাক, চুপচাপ
রাস্তার নিয়ন আলোয় আঙুলজুড়ে নামে বিষণ্ণতা
পথিকের আসাযাওয়া দেখতে দেখতে লিখে ফেলি
দৈনন্দিন জীবনের সাপ লুডু, অর্থহীন কাটাকুটি

প্রতীক্ষার বিনিময়ে মেলেনা কিছুই, পরিভ্রমণকে
সময়ক্ষেপণ হিসেবে ধরে নিই, শেষ ট্রেন চেপে
চলে গেছি অনেকপথ। অপেক্ষমাণ নদী জীবনী।

ব্যস, থেমে যেতে যেতে ভুলে গেছি শুরুর বিন্দু
বিবর্তনে উড়ে আসে কেবল বিষণ্ণ মেঘের গল্প।
নিঃসঙ্গতার পাঠে থেকে যায় আঙুলের স্পর্শ...

No comments:

Post a Comment