Thursday 28 December 2017

বিভ্রম বিভ্রাট

বিভ্রম বিভ্রাট
ইমেল নাঈম

মন্দের ভালো। চাওয়া পাওয়ার ফাঁক গলে জেগে ওঠা মুহূর্ত। হিসেবের খাতায় জমছে মিছিল। বিচ্ছিন্নতার পাঠ করতে করতে ঘুমিয়ে গেছে বংশীবাদক। হারমোনিকা পড়ে থাকে অবহেলায়। ভেসে আসে বেসুরো সুর। স্টিং ছিঁড়া একুস্টিকের বুকেও অদ্ভুত নীরবতা।

গানের দেশে নেমেছে সূর্য, চাঁদ নেই। থেমেছে পৃথিবীর আয়োজন। কোনো জাদুকর আঙুলের ইশারায় থামিয়ে দিয়েছে দৈনন্দিন ব্যস্ততা। ভিড় ঠেলে প্রাপ্তবয়স্ক হচ্ছে ইচ্ছের গল্পরা। উপমার আঙ্গিকে সাজানো কথাগুলো সিঁড়ির মতো যোগাযোগ রক্ষা করছে।

শিল্পী তার রঙ তুলিতে আঁকছেন মোলায়েম দুঃখদের। চারপাশে ধূধূ মরীচিকা, আলোর বিচ্ছুরণে জেগে ওঠে অনেক প্রশ্ন। এই দরজায়, ওই দরজায় কড়া নেড়ে খুবই বিমর্ষ। নির্মোহ কথারা মৌনব্রত পালনে ব্যস্ত। রাতের নিস্তব্ধতায় ঢেকে যায় পুরো শরীর। মিছিলে শ্লোগান নেই। কেবলই হেঁটে চলেছে কিছু মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে।

হারিয়ে যাওয়া খাতাটায় টুকে রেখেছিলাম হারিয়ে ফেলা স্বপ্নগুলো। বিনির্মাণ প্রকল্পে কিছু রেশ জেগে থাকে। সময়ের হাতঘড়িতে কেবল ভ্রান্তি। খুব দূর থেকে উড়ে আসে পিয়ানোর সুর। ঘুম ভেঙে হয়তো চোখ খুলে তাকাবেন বংশীবাদক। আড়মোড়া ভাঙলেই বেজে উঠবে সঙ্গীত। অথচ রাতের গভীরতা মাপা হয়নি আমার। মাপতে বসেছি বিভ্রম বিভ্রাট...

No comments:

Post a Comment