Thursday 7 December 2017

দিনলিপির আয়োজন - ৩

দিনলিপির আয়োজন - ৩
ইমেল নাঈম

খেলাঘরের রূপালি মায়া, চুপচাপ তাকিয়ে থাকে।
শব্দহীন হই। নতজানু আমি কেবল অন্বেষণে মত্ত।
বিমূর্ত শব্দায়নের পরে প্রকৃতির নীরবতার প্রচ্ছদে
আঁকিবুঁকি খেলছি মহাকালের পথে — নিঃসাড়।

এভাবেই লিপিবদ্ধ হয় অভিমানের জলপ্রপাত
শীতলতা গ্রাস করে ফেলে আমাকে, নির্বাক
চিত্রায়নে সাদাকালো পোর্ট্রেট। নির্ভরতা শিখি।
নিজের সাথে প্রেম — এর বেশি পাওনা নেই।

হেমন্তের শেষভাগে চুপিসারে নেমে আসে চাঁদ
ঠাণ্ডার আমেজ, কল্পনার প্রেমে কিছু চুম্বন থাকে
নীরবতার ভাজে অনেক কথা বলা হয় — শব্দহীন।

নৈঃশব্দ্যের কাছে নতজানু হই, প্রফেটের মতো
দৈববাণী এসে ছুঁয়ে যাবে আমাকে, অন্ধকার মুছে
আলোয় আলোকিত হবে চারপাশ, এরবেশি অজানা
নির্বাক চালচিত্রের ভিড়ে কিছু সময় ব্যক্তিগত।

নীরবতায় দুঃখদের বিনির্মাণ করছি স্ট্যাচুর আদলে
নির্ভুলতার দায় নেইনি কেউ, নগ্নতার ভিড়ে
বিট জেনারেশনের মতো ছিঁড়ে ফেলি খোলস
বইয়ের মলাটের মতো লুকোনো সব গল্প

প্যান্ডোরা বক্সের মতো ছড়িয়ে পড়ছে ঋণাত্মক ধর্ম
আপেক্ষিকতার হিসেবে সময় পেরোয় আবেশহীন।

No comments:

Post a Comment