Sunday 24 December 2017

দিনলিপির আয়োজন - ৬

দিনলিপির আয়োজন - ৬ 
ইমেল নাঈম

বিচ্ছেদের গল্পে গলে পড়ে মোম। গচ্ছিত উচ্ছিষ্টাংশটুকুও জমে থাকে অব্যবহৃত। ব্যাবচ্ছেদে জন্ম নেয়া নিঃশ্বাসটুকু মুছে যায় অবহেলায়। ছাড়পত্র পেলে উড়ে যেতে পারে পোষা জাপানিজ ক্রিস্টেড। পৃথিবী ছোটো, অল্পেই মিশে যায় ধুলোয়। বিবর্ণ সময়ের মারপ্যাঁচে ক্রুর সময় এগিয়ে চলে মধ্যবিত্ত সমাজের হাতেখড়িতে।

বুকে শীতকালীন উষ্ণতা। মাফলার জমানো ঠাণ্ডায় ইট পাথরের সভ্যতায় কেবলই কাঁটা ছেড়া। সময় মাপছি। নিজেকে নিয়ে মেডিটেশন। মনছবিতে কেবলই রূপকথা। মনোযোগ হারিয়ে ফেলেছি তান্ত্রিক মন্ত্রের মাঝখানে। এরপর চোখ বন্ধ করে সুরারোপ করছি মনের। নিজের মাঝে ঐকতানে বাজে অপ্রাপ্তি, হতাশা, দৈনন্দিন জীবনের যুদ্ধ, আর যুদ্ধবিরতির সাইরেনে বাজে নির্লিপ্ত ঘুম।

সকাল হলেই ক্যানেস্তারা। চুপচাপ দৌড়ে নামি। বাঁচার জন্য দৌড়। নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিচ্ছি সামনের দিকে। হুমড়ি খেয়ে পড়ছি, আহত হচ্ছি, রক্তাক্ত হচ্ছে চারপাশ। নিজেকে নিয়ে দুটো মিনিট ভাবার সময় নেই। প্রশ্নবোধক! বিশাল প্রশ্নবোধক গড়ছে রোজকার ভাগ্য।

দিনান্তের গল্পে নিজেকে নিয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা নেই। খুব বেশি হলে নিজেকে সার্কাসের ক্লাউন ভাবি। হাসি ফোটানোর জন্য কিম্ভুতকিমাকার অঙ্গভঙ্গি ছড়াই। ভাগ্য এরচেয়েও ভালো হলে সার্কাসের রিং-মাস্টার। পয়েন্টারে লিপিবদ্ধ করছি নিজের ভাগ্য। মধ্যবিত্ত মনে এরচেয়ে বেশি কিছু নেই। স্বপ্ন নেই, পাবার আকাঙ্ক্ষাও নেই। তার একমাত্র সফলতা হলো নির্লিপ্ততা।

No comments:

Post a Comment