Saturday 9 December 2017

ট্রাপিজিয়াম

ট্রাপিজিয়াম
ইমেল নাঈম

ট্রাপিজিয়ামের চোখে চোখ রাখি, বর্তুল পৃথিবীতে হাহাকার
কেবল উড়ে আসে। নির্ভুল জীবনের মাপজোকে নিরেট হিসেব।
ভুল, ভুলই একমাত্র সত্য। নদীর পটে গড়ে ওঠা সভ্যতায়
বলি হচ্ছে পাললিক স্পর্শগুলো, ম্লান হচ্ছে নির্বাক জীবন।

তোমাকে স্থূল দেখায়, লেন্সের কারণে... স্পষ্ট আর অস্পষ্টের
মাঝামাঝিতে সহবস্থান। ট্রাপিজিয়ামের বাহুগুলো অসমান্তরাল,
সেখানে অপলিপিবদ্ধ সুস্পষ্ট বার্তা — সব আবছা, রাডার ফাঁকি
দিয়ে উড়ে যাচ্ছে একদল প্রজাপতি, আমিও ট্রিগারে রাখি হাত।

ব্যারেলের উপর বসেছে একটি দোয়েল, নির্ভার দৃষ্টিতে দেখছে
সুন্দরের বিনির্মাণ প্রকল্পে গড়ে উঠছে অজস্র ধ্বংসাত্মক যন্ত্রাদি,
হাপিত্যেশ ঝরছে দিনপঞ্জির গল্পগুলোতে, আমি লিখছি অসুন্দর।

ট্রাপিজিয়ামের বুকে কেন্দ্র গড়ি যুদ্ধক্ষেত্রের মায়াজালে।
পড়ে আছে মৃত পাখিদের জীবাশ্ম, প্রজাপতিরা ফেরেনা ঘরে,
বর্তুল পৃথিবীর সভ্যতায় চাষাবাদ করি বনসাই, ইকেবানা
ট্রাপিজিয়াম আমাকে আস্বাদ দেয় অলীক চুম্বন, যৌনতার।

ট্রাপিজিয়ামজুড়ে দুঃখ — তোপধ্বনি শুনি ধ্বংসের  সাইরেনে।

প্রকাশিতঃ অন্যনিষাদ ওয়েব পত্রিকা

No comments:

Post a Comment