Tuesday 19 December 2017

বৃত্তবন্দি হাহাকার

বৃত্তবন্দী হাহাকার
ইমেল নাঈম

প্রলেতারিয়া সুখে ভাসছে যাবতীয় পাপপুণ্য
দুয়ে মিলে লিপিবদ্ধ প্রহসন। সর্বভুক প্রাণে
দোলা দেয়া বসন্তের বাতাস — অচেনা পরিবেশ —
খেলাঘরের ভাঙাগড়া দেখতে দেখতে পেরোচ্ছি।

নীরবে শ্লোগান শুনি গত জীবনের ধারাপাতে
আচমকা সুনামির সাক্ষাত, থেমেছে আয়োজন।
দাগ মুছে গেছে — ক্ষত আজও বয়ে বেড়াই শরীরে
শব্দহীন হও — কঠোর ধ্বনিতে মুখরিত সৃষ্টি।

উড্ডীন পাখিদের সংসার নিয়েও চিন্তামগ্ন
নীরবে সয়ে যাচ্ছে সব — বাড়ছে ঋণ পৃথিবীর
রেশ থাকে শেষ হিসাবেও, থাকে ভুলের পাহাড়
বুকের গভীরে বুনো পাখির ধ্রুপদী ডাকাডাকি।

প্রাণের হাহাকার থামলে, উষ্ণতায় রাখো হাত
বুঝে নাও — অনুভব করো — বৃত্তবন্দী হাহাকার।

No comments:

Post a Comment