Saturday 10 February 2018

সার্কাস টিম
ইমেল নাঈম

জলবন পেরোলে এক মুঠো উষ্ণতা থাকে
রোজ সকালে গায়ে তাপ মাখায় অষ্টাদশী তরুণী
নিজেকে নিয়ে ব্যস্ততা মাপতে পেরিয়ে যাই
ছায়া ঘনীভূত হয়, উপরের প্রান্তিক অনুরণনে।

উপচে পড়া আলিঙ্গনে দেখি দিনযাপনের দুঃখ
জলের উপর হাতের পরশ থাকেনা
মাটিতেও রাখিনা পা, হাওয়াতেই ভাসি
কাল্পনিক বিন্যাসে মুখোমুখি হই -- সমানে।

সামলে রাখি নিজেকে, প্রান্ত বদলে যায়
ষোলোগুটি খেলা কিশোরটিও হয় পরিণত
মার্বেল জীবন ছিদ্র খোঁজে ঢোকার জন্য
মানবজীবন শরীর নয়, মাথা লুকায় -- উটপাখি
দেখতে দেখতে পার করে দিচ্ছি ক্যালেন্ডার।

মাছের জীবনে রয়ে যায় মূল্যহীন হালখাতা
নিজেকে নিয়ে পালিয়ে যেতে হয় দূরের পথে
নিজেকে আলগাতে পারি চিকন দড়ির উপর
যেনো সার্কাস পার্টি শেষে  রিং মাস্টার আর
জোকারেরপাশে দাঁড়ানো আমিটা খুব অচেনা

No comments:

Post a Comment