Tuesday 6 February 2018

কমরেড কে

কমরেড কে
ইমেল নাঈম

বলুন কমরেড, বিশ্ব বাজারে চাল, তেল, নুনের দাম
ক’টা কবিতা লিখে পরিশোধিত হয়... কতটা রক্তক্ষরণ
লিখে রাখতে পারে শব্দমণ্ডলী যা ব্যর্থ হয়না মহাকালে।

শেয়ালের ডাকে কী আগাম ধারণা করেন সকালের
ভবিষ্যৎবাণী ছাড়েন গ্রহ নক্ষত্র আর পাথর বিন্যাসে
বলুন লিডার, গণিতের সকল ভাষা এতো জটিল কেন

কেন যোগের পরেই বিয়োগের অংক কষতে হয়
ভাগের আগেই বা গুণ কেন করি বারবার
সাংকেতিক চিহ্নগুলো কেন রক্তাক্ত করে আমাকে
ভরদুপুরের হিসাবে কেন মিলেনা প্রাপ্তির যোগাংক।

হিমাংকের কথা লিখি নাতিশীতোষ্ণ বুকের উষ্ণতায়
কমরেড বলুন, গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে কবিতা
কেন ব্যর্থ, আফ্রিকার মঙ্গায় ক’টা কবিতা জন্ম হয়

চুপ থাকবেন না লিডার, আপনি জানেন সবকিছু
আপনি আমাকে জানান, আলোকিত করুন হে মহান
বলুন, কবির মাংস কবিরা কেন খায় — এর স্বাদটুকু
কেনইবা নিতে তৃতীয় পৃথিবীতে এতো আস্ফালন

কমরেড বলুন, নদীর দেশে কবিতা কেন ব্যর্থ
রূপ বৈচিত্র্য নিয়ে কুলীন অবয়বে কতদূর হাঁটছি
আর কতটা পথ পেরুলে কোথায় হবে এর শেষ।
কমরেড জবাব দিন, চুপ থাকবেন না প্লিজ...

No comments:

Post a Comment