Friday 16 February 2018

প্রহসন
ইমেল নাঈম

বঞ্চনার বিপরীতে গান থেমে যাক। আমরা কোরাস
তুলি সমস্বরেঃ আমাদের দেশটা স্বপ্নপুরী
সবকিছু মেনে নিয়ে চুপ থাকি
ঘুমিয়ে যাক শৈশবের ঘুমপাড়ানিয়া গানের শব্দে

অন্যায়ের প্রতিবাদহীন থাকাই হালের ফ্যাশন
গৃহপালিত প্রধান বিরোধী দল, অথর্ব অন্যান্যদল
নিজের স্বার্থ দেখতে দেখতে ক্লান্ত হয়না,
জনগণের পিঠ ঠেকেছে দেয়ালে, পিষে যাবার
মনোবাঞ্ছায় ধৈর্যপরীক্ষা দিচ্ছে প্রশ্নফাঁসের সময়ে

টঙদোকানে চায়ের কাপে ইদানীং ঝড় ওঠেনা,
ব্যস্ত লোক জুয়াখেলায়, আসরে ওড়ে টাকার বাণ্ডিল,
মধ্যবিত্ত'র কৈমাছের প্রাণে কাটছে শামুকজীবন

সুযোগের অভাবে সৎ হয়ে ঘুরছে এক কালপ্রিট
সুযোগ পেলেই চে'র টিশার্ট গায়ে দিয়ে ঘুরেফিরে
আর শিল্পকলায় গাঁজার আসরে রবীন্দ্রনাথ মাড়ায়
দিনশেষে আফসোসের সুরে হতাশার কান্না ঝরায়
সুযোগ পেলে সেও চুদে দিবে নৈতিকতার চৌদ্দগুষ্টি

পাহাড়ে শান্তি নেই, কেবলই শুনি ধর্ষিতার চিৎকার
জলপাই রঙকে নিষিদ্ধ ঘোষণা করা হোক পাহাড়ে
রক্তের দামে কেনা পতাকা, তবু কেন শৃঙ্খলাবদ্ধ?
শরীরের দাম শরীর দেবে, কে তুমি চুতিয়া?
রাতের আঁধারে গুম করে নাও পাহাড়ি রমণী
টুঁ শব্দ নেই, চুপ থাক খাংকি, মাগি...
বহু আগে উর্দুতে কেউ শুনেছিলো এমন শব্দবাণ

একদলা থুঃথুঃ ছিটিয়ে এনেছিলো ঘৃণার প্রকাশ
স্বাধীনতা কতটা কাছে থেকে তুমি কতদূরে দাঁড়িয়ে

No comments:

Post a Comment