Sunday 11 February 2018

ছায়াবৃত্ত
ইমেল নাঈম

১।
নিজেকে আয়নায় দেখো — গভীর বলিরেখা
এই দাগগুলো জীবনের গাঢ় গল্প বলে
পাশাপাশি শুয়ে দুজনে রোমন্থন করে অতীত
বর্তমান ভাসছে... উড়ছে... সুলেমানি জায়নামাযে

২।
আরশে আজিমে চোখ রেখে মদ্যপান করি
পশ্চিমের আকাশে আযান, পূর্বে ঘণ্টাধ্বনি
শাদার পাশাপাশি রঙচঙের সহবস্থান
আরশে আজিম থেকে চোখ সরে যায়
তোমার নিটোল স্তনের দিকে...

৩।
তীর্থস্থানে আমারও যেতে ইচ্ছে করে
কিন্তু ওখানে একাকী প্রবেশাধিকার নিষিদ্ধ
কমপক্ষে দু'জন হলে খুলে যায় সদরদরজা
আমি আজও ছুঁতে পারনি তোমার হাত।

৪।
জমিনে বিছিয়ে দিই লালসালু
দিকে দিকে রটে যায় কানকথা
কাল্পনিক গল্পে হারিয়ে যাও, তুমিও...

No comments:

Post a Comment