Tuesday 20 February 2018

আরাধক
ইমেল নাঈম

চুপিসারে অনেক শব্দমালা পুড়িয়ে ফেলতে হয়
আরাধনায় বসো সাধক, একাকীত্ব'র খুব কাছাকাছি।
নির্ভেজাল অক্সিজেন, আর সজীব শুভ্রতার সমন্বয়ে
যতিচিহ্নের ব্যবহার বুঝতে হয়, জানতেও হয়।

মুখ সামলে রেখো, ভোরে পাখির কলতান শোনো,
নদীর বুকে কান পাতো বুঝবে বয়ে চলার সংযম
উপলব্ধি করো প্রতিবিম্বে, আয়নার সামনে দাঁড়াও...
ফিরো কবিতার কাছে, বিশুদ্ধ অক্সিজেন পাবে।

কথা নয়, ঢাকঢোলও নয়। নীরবে সাধনায় মত্ত হও
শব্দের জন্য বসে থাকো সারাক্ষণ, ভাবনার দরজার
খিল খুলে দাও, কথারা আসুক, ভেসে বেড়াক...
মুখকে করো সংযত, থাকুক যতিচিহ্নর ব্যবহার।

কলমের কাছে ফেরো, অভিমানের পারদ গলাও...
আঘাত করোনা, বিনিময়ে প্রতিঘাতে বিদীর্ণ হবে
ভালবাসার বিনিময়ে ভালবাসা নাও পেতে পারো
যদি সামান্য মেলে, তাকে মাথায় মুকুট বানাও।

হয়তো ডাকছে বিচক্ষন প্রেমিক, হয়তো মহাকাল...

No comments:

Post a Comment