Thursday 15 February 2018

কর্ণফুলীর কবিতা
ইমেল নাঈম

সাম্প্রতিক স্পর্শগুলো দোদুল্যমান পেন্ডুলামের মতো ঘুরপাক খায় নিয়ম মেনে। কতগুলো মুখ চোখ পাকিয়ে তাকায় দক্ষিণ দরজায়, মুহূর্তগুলো অনুবাদ করে নিঃসঙ্গতার কবিতা। নদীজন্ম মিথ্যে নয়, অভয়মিত্রে বসলে সেই উপলব্ধি সত্য বলে মনে হয়।

প্রান্তিক উপলব্ধি মননশীলতার দ্বৈরথ ভেসে ওঠে দর্শনে, কবিতায়। ঢেউ মাপতে বসা যুবকটি ইঞ্জিন ওয়ালা সাম্পানের দিকে তাকিয়ে থাকে অনেকটা সময়। ও'দিকে ভুলের বৃত্তে পেরিয়ে যাচ্ছে বোহেমিয়ান বাতাসে। মুসাফির বিকেলে দেহতাত্ত্বিক গান শুনি, শোনে ব্যস্ত জনপদ।

দিনের মাপকাঠিতে বিষণ্ণ সময় আছে। লিপিবদ্ধ দিনপঞ্জিকার পাতায় লাল নীল দাগ আছে, বিভ্রম জড়ানো অনেকটা সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকার নিপুণ অভিনয়। পুতুল খেলার ইতিবৃত্তে জড়ানো মায়া – নির্বাক জীবনের গল্প লুকোচুরি খেলে আদিম ঘ্রাণে।

সন্ধ্যা নামে ছাতিমফুলের ঘ্রাণে। প্রেমিক দম্পতি চলে গেছে আপন নীড়ে, একা দাঁড়িয়ে থাকি। কর্মব্যস্ত মানুষের ভিতরের রোমান্টিসিজম খুঁজি – ক্ষুধা আর সংগ্রামের অংকে। নদীজীবন ব্যর্থ নয় মোটেও – জানে অভয়মিত্র ঘাট আর কিছু জানি আমিও…

No comments:

Post a Comment